প্রকাশিত: Thu, Feb 23, 2023 5:41 PM
আপডেট: Wed, Apr 30, 2025 1:41 AM

দুদকের চামড়া ছিঁড়ে ফেলব, মাইজভান্ডারীর এমন বক্তব্য সঠিক হয়নি: হাইকোর্ট

খালিদ আহমেদ: ‘চামড়া সব ছিঁড়ে ফেলব। মাইজভান্ডারীর গায়ে হাত!’ দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর এমন বক্তব্যের বিষয়টি আদালতের নজরে আনা হলে বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

নজিবুল বশরের বক্তব্য দেখে আদালত বলেন, আমরা সবাই কেমন যেন অসহিষ্ণু হয়ে পড়ছি। সিভিল সোসাইটির একজন মানুষ, তার মন্তব্য সুন্দর ও মনোমুগ্ধকর হওয়া উচিত ছিল। এসময় আদালতে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আপনারা তার কাছে ব্যাখ্যা চান। তখন হাইকোর্ট বলেন, যেহেতু মামলা হয়েছে; এটা নিয়ে দুদকই কাজ করুক।

 উল্লেখ্য, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগে নজিবুল বশরের দুই ছেলেসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার দুই ছেলে হলেন, তরীকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও সৈয়দ আফতাবুল বশর। সম্পাদনা: সালেহ্ বিপ্লব